নিজস্ব প্রতিবেদন ঃ কেও সেজেছিল ভারতমাতা,কেও মাতঙ্গিনী হাজরা।আবার মা সারদা,গান্ধীজি এরকম বিভিন্ন সুন্দর সাজেও সে অনুষ্ঠানে অংশ নেয় শিশুরা। খেলাধুলার মধ্যে কিকিং দ্য বল,যোগ ব্যায়াম,দৌড় সহ আরও বহু ইভেন্ট ছিলো। সূর্য নমস্কার, স্মৃতি দৌড়, পিরামিড প্রদর্শন, বল নিয়ে দৌড় সহ মোট ৬২টি বিষয়ে শনিবার ওই ২৭ তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান হয়। শিলিগুড়ি সেভক রোড সারদা শিশু তীর্থের ওই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ঘিরে বেশ উৎসাহ ছিলো ছাত্রছাত্রী থেকে অভিভাবকদের মধ্যে। মোট ৫০০ জন ছাত্রছাত্রী এতে অংশ নেয়। অনুষ্ঠানে আন্তর্জাতিক পাওয়ার লিফটার অশোক চক্রবর্তী, ওয়ার্ড কাউন্সিলর শিবিকা মিত্তাল, ডঃ পূজন সরকার সহ আরও অনেকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমাজসেবী ও শিক্ষাবিদ কমলেশবাবু,শ্যামল দত্ত প্রমুখও উপস্থিত ছিলেন । স্কুলের পরিচালন কমিটির সম্পাদক পবন কুমার নাকিপুরিয়া এবং যারা হাত দিয়ে স্কুল শুরু সেই বিমল কৃষ্ণ দাসও সেখানে উপস্থিত ছিলেন। স্কুলের প্রধান আচার্য নির্ভয় কান্তি ঘোষ থেকে অন্য সব সহ শিক্ষক শিক্ষিকা এমনকি প্রাক্তনীরাও এই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সফল করতে সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দেন। প্রধান আচার্য নির্ভয় কান্তি ঘোষ বলেন, ছেলেমেয়েদের পড়াশোনার পাশাপাশি নিয়মশৃঙ্খলা যেমন শিখতে হবে তেমনই শরীর ভালো রাখতে খেলাধুলা করতে হবে।