নিজস্ব প্রতিবেদন ঃ এলাকায় একসময় প্রায় প্রতিদিনই হাতি বের হোত। এলাকার বহু শিশু আর্থিক অনগ্রসরতার সঙ্গে পড়াশোনায় পিছিয়ে পড়েছিল।সেই সময় শিলিগুড়ি শহর থেকে মহকুমার বাগডোগরা লাগোয়া এম এম তরাইয়ের প্রত্যন্ত এলাকায় গিয়ে শিক্ষা বিস্তারের মহৎ প্রয়াস নেন একজন মহিলা। তাঁর নাম পাস্টার জোসিন্টা কমলা। কুড়ি বছর আগে জীবনের ঝুঁকি নিয়ে শুরু হওয়া শিক্ষা বিস্তারের লড়াই আজও তাঁর চলছে। আবার একটা সময় রাতের বেলায় প্রত্যন্ত ওই এলাকায় কেও অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে পৌঁছে দেওয়ার মতো ব্যতিক্রমী মানবিক কাজও তিনি করেছেন। শিলিগুড়ি মহকুমার এম এম তরাইয়ের মহিলা জোসিন্টা কমলা তাঁর কাজের মাধ্যমেই সকলের নজর কাড়ছেন। এলাকায় শিক্ষা বিস্তার ছাড়াও মানবিক ও সামাজিক কাজেও তাঁর জুড়ি মেলা ভার।তাঁর কাছে শিক্ষা নিয়ে কেও আজ ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত, কেও অন্য কাজে প্রতিষ্ঠিত। এখন তাঁর চার্চে চলছে বড় দিনের প্রস্তুতি।