প্রত্যন্ত এই গ্রামের বাসিন্দরা হতদরিদ্র, ছট পুজোর আগে সেই গ্রামে যেন হঠাৎ অন্যরকম এক সূর্যের আলো

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর থেকে ত্রিশ কিলোমিটার ভিতরে রয়েছে প্রত্যন্ত গ্রাম তিতলিগাঁও। সেই গ্রামের বহু বাসিন্দা আর্থিক কষ্টে রয়েছেন।খাদ্য সংগ্রহ থেকে পোশাক সংগ্রহ সবেতেই তাদের কাছে বিরাট এক যুদ্ধ। এই অবস্থায় ছট পুজোর আয়োজনে মেতে ওঠার ইচ্ছে তাদের থাকলেও তাঁরা থমকে যাচ্ছিলেন।কিন্তু মনে সদ ভাব বা সদিচ্ছা থাকলে পরম শক্তিমান এক শক্তি সব আয়োজন করে দেয়।কিভাবে কখন কাকে দিয়ে পরম শক্তিমান সেই আয়োজন বা মনের ইচ্ছা পূরন করে দেবেন তা পরম শক্তিমান আগাম বলে দেন না।তবে পরম শক্তিমান আগে সব যাচাই করে নেন।যাই হোক ফাঁসিদেওয়ার সেই প্রত্যন্ত গ্রামের বাসিন্দাদের মনে ছট পুজোর আনন্দ উৎসবে মেতে ওঠার তীব্র ইচ্ছে থাকলেও তাতে কালো মেঘ সবসময়ই ছিলো, সেই মেঘ হলো অর্থ। কিন্তু হঠাৎ সেই গ্রামে রবিবার দুপুর থেকে যেন ছট মাইয়ার কৃপায় এক সূর্যের উদয় ঘটলো।শিলিগুড়ি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির কর্নধার তথা বিশিষ্ট সমাজসেবী পূজা মোক্তার কোথা থেকে যেন খবর পেয়ে যান ওই হতদরিদ্র প্রত্যন্ত গ্রাম সম্পর্কে। পূজাদেবী অনেক পথ অতিক্রম করে সেই দুর্গম গ্রামে পৌঁছে রবিবার বিকালের মধ্যে প্রচুর বস্ত্র বিতরণ করেন। তার সঙ্গে প্রচুর খাদ্য সামগ্রী পূজাদেবী তুলে দেন সেই গ্রামের বাসিন্দাদের হাতে।ছট পুজোর মুখে খাদ্য এবং বস্ত্র পেয়ে হতদরিদ্র গ্রামের বাসিন্দারা আনন্দে আপ্লুত হয়ে ওঠেন।সবাই পূজাদেবীকে দুহাত তুলে আশীর্বাদ করেন। পূজাদেবীর এইসব মানবিক ও সামাজিক কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যোগাযোগ নম্বর 8918354785
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-