ঘরে তীব্র অর্থ সঙ্কট, তবুও এক হাতে বই এক হাতে কলা/ হৃদয় মন্দিরে মন ভোলানো সব বাঁশির সুর বাজে এই মেধাবী ছাত্রের

নিজস্ব প্রতিবেদন ঃ অঙ্কন,সঙ্গীত,তবলা,বাঁশি সবই একেকটি কলা।এইসব কলার চর্চা মানুষের মন ভালো রাখে।এইসব সংস্কৃতির চর্চা মানুষের মনকে সুস্থ রাখে।মনে তৈরি হয় এক ইতিবাচক ভাবনা।
শিলিগুড়ি সুভাষ পল্লী নিবাসী মেধাবী ছাত্র অভ্রজিৎ কুন্ডু শৈশব থেকেই অঙ্কন চর্চা করতো।অঙ্কনের নেশায় মেতে ওঠার সুরের মধ্যেই ও তবলায় তালিম নেওয়া শুরু করে শিক্ষক প্রলয় সাহার কাছে। তবলা চর্চার সঙ্গে সঙ্গেই ও বাঁশিতে মেতে ওঠে।টিভিতে রাধাকৃষ্ণের সিরিয়াল দেখার ফাঁকেই ও শ্রীকৃষ্ণের বাঁশির সুর শুনে নিজেই বাঁশিতে সেই সুর তুলে ফেলো।কারও কাছে তালিম না নিয়ে নিজে নিজেই বিভিন্ন সুর ও তুলতে থাকে বাঁশিতে। তবলার সঙ্গে বাঁশিতে ওর সুর বিভিন্ন সংস্কৃতি মনস্ক মানুষকে মুগ্ধ করে। এখন অভ্রজিৎ শিল্পী দেবাশিস সরকারের কাছে বাঁশির সুরের তালিম নিচ্ছে আরও ভালো করে।
তবলা,বাঁশির সঙ্গে মেলোডিকা,কী বোর্ড, খোল,ঢোল সবই বাজাতে জানে অভ্রজিৎ।তার পাশাপাশি সুন্দর সুন্দর অঙ্কনও ওর রং তুলি,পেন্সিল স্কেচে ফুটে ওঠে যাকে এককথায় বলে বহুমুখী প্রতিভা। অতি সম্প্রতি রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে কলা উৎসবের আয়োজন করে সব স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে। তাতে দার্জিলিং জেলার মধ্যে সকল প্রতিযোগিকে টপকে তবলা এবং বাঁশিতে প্রথম স্থান অধিকার করে অভ্রজিৎ। শীঘ্রই ও গোটা রাজ্যের কলা উৎসবে তবলা ও বাঁশি প্রতিযোগিতায় অংশ নিতে কলকাতা যাচ্ছে।
ছবি আঁকার সঙ্গে সঙ্গে তবলা, বাঁশি সহ বিভিন্ন বাদ্য যন্ত্রের নেশায় ডুবে থাকে অভ্রজিৎ। ওর কথায়,এই সব শিল্প কলা তাঁর পড়াশোনায় বাড়তি অক্সিজেন। একটু তবলা, একটু বাঁশি বাজিয়ে নিয়ে মগজটা একটু একটু করে ফ্রেশ করে নেয় ও,আর তারমধ্যেই পরীক্ষার প্রস্তুতি নেয়।এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছে অভ্রজিৎ। মাধ্যমিকে তিনটি বিষয়ে লেটার নিয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে। ভবিষ্যতে পড়াশোনার সঙ্গে সঙ্গে তবলা, বাঁশি সহ বিভিন্ন বাদ্য যন্ত্র নিয়ে কিছু একটা করতে চায় ও। তবে আর্থিক প্রতিবন্ধকতা ওর কাছে বড় বাধা। কেননা বাবা সামান্য মিস্টির দোকানের কারিগর। ফলে অভাবের সংসার। আর সেই অভাবের মধ্যেও শক্ত হাতে বই আর বিভিন্ন বাদ্য যন্ত্র ধরে রেখেছে ও।আসলে একেই বলে প্রতিভা। কেও চাইলে ওর প্রতিভাকে উস্কে দিতে সহযোগিতা করতে পারেন।অর্থের অভাবে ও একটা ভালো বাঁশি কিনতে পারে না। ওর হৃদয় মন্দিরে যে শ্রীকৃষ্ণের সুর বাজে,ওর হৃদয় মন্দিরে যে দেশ প্রেমের সুর বাজে।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—-