নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়িতে এসে পৌছালেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের নতুন পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী। মঙ্গলবার দুপুরে কলকাতা থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে নেমে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি।এরপর সরাসরি রওনা দেন বাসভবনের দিকে। এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে নতুন পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী বলেন, সামনে দূর্গা পূজার কার্নিভাল সেটাই সুষ্ঠুভাবে সম্পন্ন করা বড় চ্যালেঞ্জ পুলিশের।