পুজোর মুখে নতুন বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদন ঃ পুজোর মধ্যে দুঃস্থ হতভাগ্য শিশুরা যাতে মনোকষ্টে না থাকে তারজন্য মঙ্গলবার উত্তর বঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের এ আর টি বিভাগের সামনে এইচ আই ভি আক্রান্ত শিশুদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। শিলিগুড়ি রাজবংশী রিপ মিনিস্ট্রি এবং জামালদহ পঞ্চপান্ডবের যৌথ উদ্যোগে ওই প্রয়াস নেওয়া হয়। সমাজসেবী চিকিৎসক ডাঃ সন্দীপ সেনগুপ্ত এবং ডাঃ শান্তনু হাজরার হাত দিয়ে ওই বস্ত্রগুলো এদিন তুলে দেওয়া হয় দুঃস্থ শিশুদের হাতে। এরই সঙ্গে ঘোষুপুকুর বুড়াগঞ্জ এলাকায় অবস্থিত শিলিগুড়ি তরাই বি এড কলেজের আবাসিক শিশুদের হাতেও এদিন তাঁরা নতুন বস্ত্র তুলে দিয়েছেন বলে শিলিগুড়ি রাজবংশী রিপ মিনিস্ট্রির সমাজসেবী কৌস্তভ দত্ত জানিয়েছেন।