![Screenshot_20220921-093827_Facebook](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/09/Screenshot_20220921-093827_Facebook-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং জাতীয় মানসিক স্বাস্থ্য প্রকল্পের উদ্দ্যোগে মনের অসুখ নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হলো শিলিগুড়িতে। মানসিক কষ্ট থেকে রেহাই পেতে বিনামূল্যে চিকিৎসা পরিষেবার ওই বিশেষ কর্মশালায় যোগ দেন এই রোগের বিশেষজ্ঞরা ছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবীরা।এনজেপি গেটবাজার সংলগ্ন যুব ভারতী ওয়েলফেয়ার এর হল ঘরে বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন মানসিক রোগ নিয়ে। প্রজেক্ট ডাইরেক্টর তরুণ মাইতি বলেন, করোনার সময় শিশু থেকে বয়স্ক সকলেই অল্প বিস্তর মানসিক ভাবে রোগগ্রস্ত হয়েছেন।সেখান থেকে কিভাবে বেরিয়ে আসা যাবে এবং কি কি উপায়ে ধারন করতে হবে এসব নিয়েই ওই কর্মশালা হয়।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)