নিজস্ব প্রতিবেদন ঃ স্বেচ্ছাসেবী সংস্থা
মরীচিকা ওয়েলফেয়ার সোসাইটির তৃতীয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রবিবার ২০ আগস্ট শিলিগুড়ি শহর লাগোয়া গুলমার লার্নিং সেন্টার শিশুদের নিয়ে একটি আকর্ষণীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। সোমদত্তা চ্যাটার্জী স্মৃতি রানিং ট্রফি ছিল মেয়েদের জন্য এবং পূর্ণেন্দু চট্টোপাধ্যায় স্মৃতি রানিং ট্রফি ছিল ছেলেদের জন্য। খেলাধুলা আর পড়াশোনার মাধ্যমে উন্নয়ন এই বার্তা সামনে রেখে এই উদ্যোগ। বিগত তিনবছর ধরে মরীচিকা ওয়েলফেয়ার সোসাইটি শিক্ষা ও খেলাধুলার জন্য প্রায় ৫০জন শিশুকে স্কলারশিপ দিয়েছে। সেই সঙ্গে গুলমার নিজের বাসা লার্নিং সেন্টারে আরো ৫০ জন ছেলেমেয়ের পড়াশোনা এবং খেলাধুলার তালিম দিয়ে যাচ্ছে। গুলমার মাতৃকল্যাণ মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যৌথভাবে এই কর্মকাণ্ড চলছে ২০২০ সালের অগাস্ট মাস থেকে। এদিনের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গ্রামবাসী এবং স্বনির্ভর গোষ্ঠী সদস্যরা। মরীচিকা ওয়েলফেয়ারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সোমনাথ চ্যার্টার্জী, কনিকা ঘোষ, অঙ্কুর সাহা, অন্তরা পারুই, রাজ গাঙ্গুলি, চন্দন দাস সহ অন্যান্যরা। খেলার শেষে মহিলা ও পুরুষ বিভাগের জয়ী দলগুলোকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয়। উভয় দলের সেরা খেলোয়াড়দের বিশেষ পুরস্কার দেওয়ার পাশাপাশি সকলকে উৎসাহিত করার জন্য ব্যাক্তিগত মেডেল গোলায় পরিয়ে দেওয়া হয়। শিশুদের সঙ্গে প্রত্যেকে মহাআনন্দে এদিনের এই অনুষ্ঠান উপভোগ করেন।শিশুদের উৎসাহ আর উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —