জন্মদিনে উঁচু মানসিকতার পরিচয় কিংশুক দাসের

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি দমকল অফিসের বিপরীতে রয়েছে একটি ছোট্ট গুমটি ঘর।তারমধ্যে হোটেল খুলেছেন দুলালবাবু,জীবনে বেঁচে থাকার সংগ্রাম। ভাঙা, ধীর গতিতে চলা এক ট্রাই সাইকেলে চেপে দোকানে আসেন তিনি। শারীরিক প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ করে এগিয়ে গেলেও ধীর গতির ট্রাই সাইকেল তাঁকে পিছিয়ে দিচ্ছিলো। কিন্তু অন্ধকারের মধ্যেও আলো রয়েছে। তীব্র লড়াইয়ের মাঝে যখন একজন এসে একটি হাত টেনে ধরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তখন মনে হয় যেন ভোরের আলো ফুটছে। শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন টিমের সহযোদ্ধা পিয়ালি দাসের স্বামী কিংশুক দাস তাঁর জন্মদিনে শনিবার দুলালবাবুকে নতুন ট্রাই সাইকেল উপহার দিলেন। আর এই নতুন উপহারের জেরেই আজ সহজেই উঠে বসতে পারছেন দুলালবাবু, কঠিন লড়াই অনেকটাই সহজ হলো।
শিলিগুড়ি হাকিমপাড়ানিবাসী কিংশুকবাবুকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং বিগ স্যালুট এই ধরনের উঁচু মানসিকতার জন্য। ধন্যবাদ শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন টিমের প্রতিটি সদস্যকে ।