নিজস্ব প্রতিবেদন ঃ দার্জিলিং জেলা দাবা সংস্থার পক্ষ থেকে এক দিনের ওপেন ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট শুরু হলো।গ্রান্ড মাষ্টার দিব্যেন্দু বড়ুয়া বিশেষ কাজে জলপাইগুড়িতে আটকে থাকায় সুচনা পর্বে থাকতে পারেননি,ফাইনালে তিনি উপস্থিত থাকবেন বলে জানা যায়।অন্যান্য অতিথিরা প্রদীপ জ্জ্বালিয়ে প্রতিযোগিতার সুচনা করেন।অনেক ক্ষুদে দাবারুকে প্রতিযোগিতায় অংশ নিতে দেখা যায়।বাংলাদেশ,শ্রীলঙ্কা, নেপাল থেকেও অনেক খেলোয়াড় অংশ নেন।সংস্থার সভাপতি বাবলু তালুকদার জানিয়েছেন, এই প্রথম আর্ন্তজাতিক দাবা প্রতিযোগিতা এখানে অনুষ্ঠিত হচ্ছে।প্রধান অতিথি দিব্যেন্দু বড়ুয়া সূচনা পর্বে থাকতে না পারলেও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে থাকবেন বলে জানান সংস্থার সভাপতি বাবলু তালুকদার।*