ক্যান্সার আক্রান্তদের জন্য চুল দান

নিজস্ব প্রতিবেদন ঃ ক্যান্সারের চিকিৎসার কেমোথেরাপির জন্য চুল ঝড়ে যায়। অথচ চুল হলো নারীর সৌন্দর্য । সেই সৌন্দর্যে যাতে ব্যাঘাত না ঘটে তার জন্য কিছু পরিকল্পনা নিয়েছে শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন টিম । ইউনিক ফাউন্ডেশনের এই পরিকল্পনায় একাধিক নারী চুল দান করেছেন। কিন্তু মঙ্গলবার ২০ বছর বয়সের শিলিগুড়ি সুভাষ পল্লী থেকে কুড়ি বছর বয়সী এক তরুন ওই চুল দানে প্রকল্পে সামিল হয়েছে। চুল দান করে সেই তরুন দেখিয়ে দিয়েছে মেয়েদের মতো ছেলেরাও চুল দানের মহৎ কাজে সামিল হতে পারে । কুড়ি বছর বয়সী সেই তরুনের নাম সঞ্জু কর্মকার , সে এক মেডিকেল স্টোরে কর্মরত। পুজোর সময় এই চুলদান কর্মসূচিতে আরও ভালো ভাবে সামিল হওয়ার ইচ্ছা রয়েছে তার। এক মাস আগে আকষ্মিক দুর্ঘটনায় তাঁর বাঁ হাতের হাড়ে আঘাত লাগে । হাতে প্লাস্টার করার জন্য তার কাজ করতে ব্যাঘাত হচ্ছে, তাই এত চুল পরিচর্যা করতে অসুবিধা হচ্ছে।
ইউনিক ফাউন্ডেশন টিমের সমাজসেবী শক্তি পাল বলেন,মঙ্গলবার আমাদের সংগঠনের এক সহযোদ্ধা মধুমিতাদির বিউটি পার্লারে সঞ্জু র এই চুল দান সম্পূর্ণ হয়। এরপর আশা রাখবো মেয়েদের পাশা পাশি যেসমস্ত ছেলের চুল ১২ ইঞ্চির বেশি, তারা যেন এই ক্যান্সার আক্রান্ত রোগীর জন্য চুল দান করতে এগিয়ে আসে।