ভালো ফলের পিছনে সৃজনমূলক কাজ, জানাচ্ছে মাধ্যমিকে নবম তন্নিমা

নিজস্ব প্রতিবেদন ঃ লিখতে ভালোবাসে তন্নিমা সাহা।অনু গল্প, কবিতা লেখার পাশাপাশি তন্নিমা সঙ্গীত চর্চা করে। আবার ও ভালো ছবিও আঁকে। ওর কথায়, এসব সৃজনশীল কাজে ওকে এবার মাধ্যমিকে রাজ্যে নবম স্থান পেতে সাহায্য করেছে। তন্নিমার প্রাপ্ত নম্বর ৬৮৯।বাংলা ৯৭, ইংরেজি ৯৮,অঙ্ক ৯৯,ভৌত বিজ্ঞান ৯৮,জীবন বিজ্ঞান ৯৯,ভুগোল ১০০,ইতিহাস ৯৮। ভবিষ্যতে কলা বিভাগ নিয়ে পড়াশোনা করে অধ্যাপনার কাজে যুক্ত হতে চায় শিলিগুড়ি বানীমন্দির রেলওয়ে হাইস্কুলের এই ছাত্রী। মাটিগাড়ায় ওর বাড়ি।ওর কথায়, করোনা লকডাউনের জেরে স্কুল বন্ধ থাকায় ছাত্রছাত্রীদের হতাশ হওয়ার কিছু নেই। অনলাইনে পড়াশোনার পাশাপাশি অবসর সময় যার যা পছন্দ সৃজন কাজে যুক্ত হলে মনে বাড়তি শক্তি পাওয়া যায়। ওর বাবা বিবেক সাহা সামান্য ব্যবসায়ী আর মা গীতা সাহা গৃহবধূ। করোনার ওপরও কিছু কবিতা লিখেছে তন্নিমা। ক্ল্যাসিকাল গান করতে ভালোবাসে তন্নিমা।ভবিষ্যতে গানের ওপর ডিপ্লোমা করতে চায় সে।বানীমন্দির স্কুলের শিক্ষক সুদীপ্ত কুমার জানা তন্নিমাকে উৎসাহিত করতে বই ও চকোলেট উপহার দিয়েছেন। তন্নিমা আরও বলে, আজকের এই সময় ইতিবাচক ভাবনা অত্যন্ত জরুরি।