নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়িঃ২০১৫ সালের আগে থেকে প্রকাশিত হচ্ছে খবরের ঘন্টা। ২০১৫ সালে ভারত সরকারের রেজিস্ট্রার অফ নিউজপেপারস ফর ইন্ডিয়া এই পত্রিকা সাপ্তাহিক হিসাবে নথিভুক্ত করে।প্রথমে তা সাপ্তাহিক হিসাবে প্রকাশিত হলেও পরবর্তীতে তা মাসিক হিসাবে প্রকাশিত হয়।এরই সঙ্গে ইতিবাচক ভাবনা মেলে ধরতে শুরু হয়েছে খবরের ঘন্টার পোর্টাল নিউজ।এই খবরের ঘন্টা নিয়েই এবার শুনুন গান।গানটিতে সুর দিয়েছেন বীনাপানি শিল্পী।যন্ত্র সঙ্গীতে আছেন সুপ্রিয় ব্যানার্জী,ভিডিও এডিটিংয়ে বিকি সাহা।গানটি রচনা করেছেন পত্রিকা সম্পাদক।