শিলিগুড়ি হায়দরপাড়ায় রথ যাত্রা

নিজস্ব প্রতিবেদন ঃ রথ যাত্রা এখন সার্বজনীন। মঙ্গলবার বিভিন্ন স্থানে রথ বের হয়।রথের দড়ি টানা এবং চারদিকে জগন্নাথ দর্শনের জন্য বহু ভক্তের উৎসাহ লক্ষ্য করা যায়।শিলিগুড়ি হায়দরপাড়া ব্যবসায়ী সমিতির পরিচালনায় প্রতি বছরের মতো এবারও রথ যাত্রা বের হয়।হায়দরপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুজিত ঘোষ ওরফে বাপি জানিয়েছেন, রথ যাত্রা উপলক্ষে হায়দরপাড়া প্রাথমিক বিদ্যালয় চত্বরে মেলা বসেছে। মেলায় লটকা,জিলিপি,পাঁপড় ভাজা কেনার জন্য উৎসাহ ছিলো বেশ চোখে পড়ার মতো।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-