হায়দরপাড়া স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজো

নিজস্ব প্রতিবেদন ঃ  রথযাত্রা ঘিরে মঙ্গলবার সর্বত্র ব্যাপক উদ্দীপনা দেখা যায়। আর এই রথ যাত্রাতেই বিভিন্ন স্থানে আসন্ন শারদীয়া উৎসবের ঢাকে কাঠি পড়লো।
শিলিগুড়ি হায়দরপাড়া স্পোর্টিং ক্লাবে এদিন দুর্গা পুজোর খুঁটি পুজো হলো। অনুষ্ঠানে ক্লাবের কর্মকর্তা সঞ্জয় কুমার সাহা,নির্মল কুমার পাল, বিবেকানন্দ সাহা সহ অন্যরা উপস্থিত ছিলেন। তাঁরা জানিয়েছেন, এবারে হায়দরপাড়া স্পোর্টিং ক্লাবের দুর্গা পুজোর থিম কল্প লোকের ভাবনা। প্রতিমাও হচ্ছে অন্যরকম। রথ যাত্রার শুভ দিনে খুঁটি পুজোর মাধ্যমে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেলো ওই ক্লাবে।শিলিগুড়িতে যেসব ক্লাব থিম পুজোর আয়োজন করে তারমধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাব হলো হায়দরপাড়া স্পোর্টিং ক্লাব।এদিন খুঁটি পুজো ঘিরে ক্লাব চত্বরে সদস্যদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —–