নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি বৈকুন্ঠপুর ফরেস্ট সংলগ্ন নেপালি বস্তি এলাকায় তৈরি হয়েছে কামাখ্যার মতো একটি মন্দির। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের নেপালি বস্তি জঙ্গলের গ্রামে দশমহাবিদ্যা মন্দির তৈরি হয়েছে। সেই মন্দিরে মায়ের দশটি রূপ স্থাপিত হবে,এরমধ্যেই মায়ের পাচটি রূপ তৈরী করা হয়েছে। এর উদ্বোধন আগামী ২২ শে জুন। সেই উদ্বোধন উপলক্ষে টানা পাঁচ দিন লাগাতার অনুষ্ঠান হব। শিলিগুড়ির মেয়র গৌতম দেব এই মন্দিরের উদ্বোধন করবেন। ২২শে জুন থেকে এই মন্দির ভক্তদের জন্য খুলে দেওয়া হবে। মন্দির কমিটির পক্ষে কানাইলাল পাল বলেন, আমরা আশা করছি প্রায় ২৫০০০ ভক্ত হাজির হবে মন্দির উদ্বোধনের দিন। শিলিগুড়ি শহর সংলগ্ন বৈকুন্ঠপুর ফরেস্ট এলাকায় এই মন্দির দেখতে পর্যটকদের ভালোই ভিড় হবে।