উত্তরবঙ্গের ক্রীড়া প্রতিভা বিকাশে কেন্দ্রীয় প্রয়াস

নিজস্ব প্রতিবেদন ঃ উত্তরবঙ্গের ক্রীড়া ক্ষেত্রে প্রচুর সম্ভাবনাময় প্রতিভা রয়েছে। কিন্তু পরিকাঠামোর অভাব এবং সুযোগ না মেলায় সেই সব ক্রীড়া প্রতিভা হারিয়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে এবার উত্তর বঙ্গের ক্রীড়া প্রতিভা এগিয়ে দেওয়ার প্রয়াস শুরু হলো।তার প্রথম পদক্ষেপ হিসাবে কোচবিহারে তৈরি হচ্ছে স্টেডিয়াম। এরজন্য রেল দিচ্ছে জমি।কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং ক্রীড়া ও যুব কল্যান প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক শনিবার বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের জানিয়েছেন, কোচবিহারে বহু প্রতীক্ষিত ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স হতে চলেছে। উত্তর বঙ্গের ক্রীড়া প্রসারে এ এক ইতিবাচক পদক্ষেপ।ভারতীয় রেল এজন্য ২৫ একর জমি দিয়েছে। শনিবারই এ বিষয়ে কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যান দপ্তরের মউ হচ্ছে বলে নিশীথবাবু জানিয়েছেন। এদিন রেল প্রতি মন্ত্রী দর্সনা জার্দোসাও নিশীথবাবুর সঙ্গে কোচবিহারে যান।কেন্দ্রীয় রেল প্রতি মন্ত্রী জানান,আজাদী কি অমৃত মহোৎসবকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। সবকা সাথ সবকা বিকাশকে সামনে রেখে বহু উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছেন প্রধান মন্ত্রী। তারই একটি অঙ্গ হলো কোচবিহারে এই উন্নয়ন কর্মসূচি।