যাঁরা একসময় বলতেন করোনা টোটো,তাঁরাই আজ দর্শনীয় টোটো দেখে প্রনাম করছেন এই দিদিকে

নিজস্ব প্রতিবেদন : তাঁর অর্থ সম্পদ না থাকতে পারে, তাঁর বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি না থাকতে পারে কিন্তু তাঁর মতো মানবিক মুখের মন কতজনের আছে? সামান্য একজন টোটো চালক তিনি।তারপর একজন মহিলাও।কেও হয়তো একটু ছোট নজরেও দেখেন কিন্তু তাতে তাঁর কিছু যায় আসেনা। বরঞ্চ সামান্য টোটো চালিয়ে যে অর্থ উপার্জন তিনি করেন এবং সেই অর্থ আর্ত অসহায়ের সেবায় দান করেন তা কতজন করতে পারেন?
হ্যা,ঠিক ধরেছেন। সেই মহিলা হলেন প্রতিভাময়ী মহিলা মুনমুন সরকার। সবাই তাঁকে মুনিয়াদি বলে ডাকেন।করোনার সময় সবাই তাঁকে করোনা দিদি বলে উপহাস করতেন, করোনা আক্রান্তদের সেবা করায় বহু মানুষ তাঁর টোটোতে চাপতে ভয় পেতেন সেই মুনিয়াদি আজ তাঁর সেই টোটোকে এমনভাবে সাজিয়ে তুলেছেন যে সেই টোটোই হয়ে উঠেছে দর্শনীয়। মুনমুনদেবীর টেোটো আজ সবুজায়নের বার্তা দিচ্ছে। রাস্তায় সেই টোটো নিয়ে যখন মুনমুনদেবী যাতায়াত করেন তখন সেই করোনাদিদি বলে একসময় উপহাস করা মানুষেরাও তাঁর টোটো থামিয়ে তাঁকে স্যালুট দিচ্ছেন। তাঁরা তাদের ভুল বুঝতে পেরে আজ তাঁকে বলছেন,দিদি সত্যি তোমায় প্রনাম।সত্যি ইচ্ছে থাকলে উপায় হয়।সদিচ্ছা থাকলেই ভালো কাজ করা যায়।
শিলিগুড়ি শক্তিগড় নিবাসী টোটো চালক মুনমুন সরকারএর টোটো আজ বহু বার্তা দিচ্ছে সমাজের জন্য।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :