শিলিগুড়িতে মাতৃভাষা দিবসকে সামনে রেখে বিভিন্ন অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়িতে উদযাপিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শহরের বাঘাযতিন পার্কের শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি জানান পুর সভার কমিশনার সোনম ওয়াংদিভুটিয়া, শিলিগুড়ির ভাবি মেয়র গৌতম দেব, কমল আগরওয়ালা , অশোক ভট্টাচার্য সহ সংস্কৃতি জগতের মানুষেরা। আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার সম্পাদক সজল কুমার গুহ জানিয়েছেন, এদিন তাঁরাও বাঘাযতীন পার্কের শহিদ বেদীর সামনে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। দিকে দিকে বাংলা ভাষার চর্চা এবং প্রসারে সকলকে এগিয়ে আসার জন্য তাঁরা আবেদন করেছেন।
#দক্ষিন_শান্তিনগর_স্কুলে_মাতৃভাষা_দিবসের_অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি দক্ষিন শান্তিনগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের নিয়ে সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেন।স্কুলের ছেলেমেয়েরা সেখানে এই বিশেষ দিনের ওপর কবিতা পাঠ এবং নৃত্যে অংশ নেয়। প্রধান শিক্ষক চিত্তরঞ্জন সরকার এবং অন্যরা সকলের সামনে মাতৃভাষা দিবসের তাৎপর্য ব্যাখা করেন।
#বাংলা_ভাষার_অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদন ঃ বাংলা ও বাংলা ভাষা বাঁচাও কমিটি সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করে। এ উপলক্ষে শিলিগুড়ি বিধান রোডে তাদের মূল অনুষ্ঠান হয়। সেখানে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন সংগঠন সভাপতি ডাঃ মুকুন্দ মজুমদার আশীষ ঘোষ প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী বীণাপানি শিল্পী। পরে শিলিগুড়ি পানিট্যাঙ্কি মোড়ের রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘেও তাঁরা বাংলা ভাষার চর্চা বৃদ্ধির দাবি নিয়ে আলোচনা সভার আয়োজন করেন বলে মুকুন্দবাবু জানিয়েছেন।