নিজস্ব প্রতিবেদন ঃ আমরা সবাই আমাদের ছেলেমেয়েদের জন্মদিন হলে তা ঘটা করে পালন করি।কেক কেটে ফেসবুকে স্টেটাস আপডেট করি।কিন্তু যাঁরা অনাথ বা যারা অনাথ আশ্রমে থাকে তাদের জন্মদিন হলে? আমরা আর কতটুকু তাদের কথা মনে রাখি।কিন্তু অনাথ আশ্রমের শিশুদের মনেও ইচ্ছে থাকে যে তাদের জন্মদিনে কেক কাটা হোক। কিন্তু কে আর তা করবে। যদিও এমন মানসিকতার মানুষও আছেন যিনি ভাবেন অনাথ আশ্রমের শিশুদের কথা। শিলিগুড়ি এনজেপির সীতাংশু চক্রবর্তী এমনই একজন ব্যক্তি যিনি কিছু দিন আগে শিলিগুড়ি টিকিয়াপাড়ার পরমানন্দ যোগানন্দ যোগাশ্রমে অনাথ শিশুদের সঙ্গে নিজের সন্তানের জন্মদিন পালন করতে গিয়ে উপলব্ধি করেন যে আশ্রমনিবাসী সব শিশুর জন্মদিন পালন করলে কেমন হয়।যেমন ভাবনা তেমন কাজ।সেই ভাবনা অনুযায়ী তিনি আশ্রমের ১২ জন শিশুর জন্মদিন পালনের কর্মসূচি নেন।আর তারই অঙ্গ হিসাবে গত ২০ জানুয়ারি আশ্রমনিবাসী লব সর্দারের জন্মদিন পালিত হলো।লব বি এ প্রথম বর্ষের ছাত্র। কেক কেটে সকলকে পেট পুরে খাইয়ে জন্মদিন অনুষ্ঠান হয় করোনা বিধি মেনে।