দুর্গা আর দুর্গা, বিভিন্ন দুর্গা মূর্তি তৈরি করে বিরল নজির ভাস্কর্য শিল্পী তপন পালের

শিল্পী পালিত ঃ খবরের ঘন্টার এই ওয়েব পোর্টাল নিউজ, ফেসবুক পেজ, খবরের ঘন্টা পত্রিকাকে এগিয়ে নিয়ে যেতে দিনরাত পরিশ্রম করে চলেছেন বাপিদা। ইতিবাচক ভাবনার খবর, সৃজনকাজ, সঙ্গীত, শিল্পকলা আমি বেশ ভালোবাসি। তাই বাপিদার হাত শক্ত করতে আমি সবসময় সঙ্গে আছি। বাপিদার লেখা, আমার সুর ও কন্ঠে খবরের ঘন্টার সামাজিক সচেতনতার সঙ্গীতগুলো ইন্ডিয়া বুক অফ রেকর্ডেও এসেছে। আমি চাই খবরের ঘন্টার ইতিবাচক ভাবনার কাজকে আরও শক্ত করতে আপনারাও সকলে লাইক, কমেন্ট, শেয়ারিংয়ে এগিয়ে আসুন।আজ নদীয়া জেলার কল্যানীর ভাস্কর্য শিল্পী তপন পালের সুন্দর সৃজন কাজের কথা মেলে ধরা হল—-

আমি – শ্রী তপন পাল , একজন ভাস্কর্য শিল্পী ( BVA . – MVA . In sculpture from- Government college of Art and Craft – Kolkata )
বসবাস – ১/ ২৫০৫ , গয়েশপুর , কল্যাণী , নদীয়া জেলা ।
বর্তমানে হাওড়ার – বেলুড় হাই স্কুল এর শিল্প কলার শিক্ষক রূপে কর্মরত ।

গত ২০ বছরে এই প্রথম কোনো প্যান্ডেল এর জন্য দুর্গা মূর্তি তৈরি করলাম না । কারণ করোনা ভাইরাস এর আবহে সামাজিক ও সরকারি বিধিনিষেধকে মান্যতা দেওয়া । বিগত বেশ কিছু বছর ধরে নানান মাধ্যমকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে দেবী দুর্গার মূর্তি রূপ নির্মাণ করেছি … যেমন ( কাঁচা সবজি দিয়ে তৈরি দুর্গা মূর্তি , বিভিন্ন ডাল দিয়ে তৈরি দুর্গা মূর্তি , ধান – চাল – কালো জিরা – শুকনো লঙ্কা দিয়ে তৈরি দুর্গা মূর্তি , বিভিন্ন ফল এর দুর্গা মূর্তি , খেজুর গাছ খোদাই করে তৈরি দুর্গা মূর্তি , এক্সপায়ার হওয়া ট্যাবলেট ও কাপসুল দিয়ে তৈরি দুর্গা মূর্তি , ছানা ও বিভিন্ন মিষ্টি দিয়ে তৈরি দুর্গা মূর্তি , ফুচকা দিয়ে তৈরি দুর্গা মূর্তি , কাগজ ও পাঁপড় এর দুর্গা মূর্তি , বিভিন্ন মশলা দিয়ে তৈরি দুর্গা মূর্তি , তাল গাছ খোদাই করে তৈরি দুর্গা মূর্তি , বাসনপত্র দিয়ে তৈরি দুর্গা মূর্তি , বিভিন্ন গাছের ছাল – লতা পাতা দিয়ে তৈরি দুর্গা মূর্তি , ডিজাইনিং স্টোন দিয়ে তৈরি দুর্গা মূর্তি, নারকেল ছিবড়া – দড়ি দিয়ে তৈরি দুর্গা মূর্তি , নাইলন মশারী – নাইলন দড়ি – কড়ি দিয়ে তৈরি দুর্গা মূর্তি , বাসন মাজার ক্রচ ব্রাইট দিয়ে তৈরি দুর্গা মূর্তি , মোমবাতি দিয়ে তৈরি করা দুর্গা মূর্তি , ঘাসের দুর্গা মূর্তি , ইলেকট্রিক তার ও সেফটি টেপ দিয়ে তৈরি দুর্গা মূর্তি , স্টোভ এর সলতে দিয়ে তৈরি দুর্গা মূর্তি ইত্যাদি নানান মাধ্যম বিগত দিনে তৈরি করেছি দুর্গা মূর্তি — যা বিভিন্ন পুজো মণ্ডপে প্রদর্শিত হয়েছে ।

এ বছর কোনো পুজো মণ্ডপের জন্য দুর্গা মূর্তি তৈরি করি নি — কিন্তু শিল্পের খোঁজে – শিল্প মাধ্যমের পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে এবছরের আমার সৃষ্টি — ” ইট খোদাই করে তৈরি দুর্গা মূর্তি ” — ( একটি ইট এর আয়তক্ষেত্র ম্যাপ ( ১০ ” / ৪.৫ ” / ৩ ” ) এই ‘ ইট ‘কেই খোদাই করে দুর্গা মূর্তি রূপ তৈরি করেছি এবছর , । একটি ইটে তৈরি – ( মহিষাসুর বধ রূপী দুর্গা — আর একটি ইটে উৎকীর্ণ হয়েছে — সপরিবারে মা মহিষাসুর মর্দিনী দুর্গা । একটু অনুসন্ধান করতে হবে — বোধ হয় যে এটাই বিশ্বে প্রথম – ‘ ইট খোদাই করে তৈরি দুর্গা মূর্তি . । যেটা আমি তৈরি করলাম । যদি সত্যি তাই হয় তাহলে এই স্বীকৃতি পেলে আমার সাথে সাথে সবারই ভালো লাগবে আশা করি ।