নিজস্ব প্রতিবেদন ঃ অল্প বয়সে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় বন্ধুর।সবাই শোকে মুহ্যমান।এত অল্প বয়সে বন্ধুর চলে যাওয়া মেনে নেওয়া যায় না।তাই বন্ধুকে মনে রাখতে বন্ধুরা একযোগে রক্তদান শিবির,বৃক্ষদান এবং হুইল চেয়ার বিতরন কর্মসূচি পালন করলো।
পুজোর মধ্যে বিজয়া দশমীর দিন বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় পীযুষ চন্দ্র সিংহ এর ।ফার্মাসি পড়তো পীযূষ। এত কম বয়সে তার মৃত্যু মেনে পারেনি স্কুল পড়ুয়া আজিজুর, মাসুদ মজিদের মতো বন্ধুরা।।
এলাকায় ভালো ছেলে হিসেবে নাম ছিলো তার ।।
তাই রবিবার তাকে স্মরন করতে ৩৫ জন রক্তদান করে। এর মধ্যে ২৭ জন মুসলিম বন্ধু ছিলো বলে জানান পাড়ার বন্ধু সঞ্জয় সিংহ।।এদিন রক্তদানের পাশাপাশি ছিলো বৃক্ষদান ও হুইলচেয়ার বিতরণ কর্মসূচি ।।
রক্তদান শিবিরে উপস্থিত মৃতের পিতা ও বোন ।।শিলিগুড়ি মহকুমার বিধাননগরের
সমাজ ও পুলিশকর্মী বাপন দাস বলেন,
বন্ধু নেই ! কিন্তু বন্ধুকে যে ভালো কাজের মাধ্যমেও মনে রাখা যায় তাঁর দৃষ্টান্ত রাখলো চোপড়ার কোটগছের মুসলিম বন্ধুরা
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —