মৃতদেহ থেকে পচা দুর্গন্ধ, শেষে সৎকাজ এই সমাজসেবীদের

নিজস্ব প্রতিবেদন ঃনন্দিতা মৈত্র ছিলেন অবিবাহিত। কিন্তু মৃত্যুর পর তাঁর মৃতদেহ সৎকার করার কেও ছিলো না।মৃতদেহে পচন ধরেছিল। দুদিন ধরে পড়ে থাকার পর মৃত ওই মহিলার দেহ শ্মশান ঘাটে দাহ করলেন আস্থা ফাউন্ডেশন সদস্যরা।
মৃত মহিলার শরীর থেকে দুর্গন্ধ বের হওয়ার পরও কাউকেই দেখা যাচ্ছিল না সৎকার করার জন্য। মৃতার পরিবারের অন্য সদস্যরা সকলেই বাইরে থাকেন। শেষে হাসপাতাল থেকে দেহ তুলে নিয়ে গিয়ে পোস্টমর্টেম ঘর এবং শ্মশান ঘাটে পর্যন্ত সমস্ত কাজ করেন কোচবিহার আস্থা ফাউন্ডেশন এর সদস্যরা।
কোচবিহারের ১৪ নম্বর ওয়ার্ডে বাড়ি নন্দিতা মৈত্রর। ঘরবন্দি হয়ে মৃত্যু হয় তাঁর। কোচবিহার থানার পুলিশ প্রথমে তাঁকে
উদ্ধার করে। কোচবিহার থানার আইসি ও ওসি এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
নন্দিতা মৈত্র অবিবাহিত থাকায় তার কেউ ছিল না। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। এই সামাজিক কাজে এদিন উপস্থিত ছিলেন বিপ্লব দাস সুমিত রাউত রোহন দাস পিংকু সোম শংকর রায়। আস্থা ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে, মৃতদেহ সৎকারের কাজে তাঁরা সবসময় মানুষের সেবায় থাকবেন।এরজন্য
যোগাযোগের নম্বর 9932007879