![kmc_20230819_112948](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2023/08/kmc_20230819_112948-678x381.png)
নিজস্ব প্রতিবেদন ঃ ১৫ই আগস্ট মঙ্গলবার স্বাধীনতা দিবসের দিন শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের রানিডাঙ্গা কালারামজোতে বিশেষ চাহিদাসম্পন্নদের সাথে স্টিক এবং খাদ্য সামগ্রী খুলে দিল ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ হিউম্যান এন্ড ফান্ডামেন্টাল রাইটসের দার্জিলিং জেলা কমিটি। স্বেচ্ছাসেবী সংস্থা ভরসার তরফে সেখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিশেষ চাহিদাসম্পন্নদের ধারাবাহিকভাবে বিভিন্ন রকম সাহায্য করে আসছে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ হিউম্যান এন্ড ফান্ডামেন্টাল রাইটস। স্বাধীনতা দিবসের দিনও তাদের সেই মানবিক কর্মসূচি অব্যাহত ছিল। তাদের সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার তরফে জেলা সভাপতি কৃষ্ণ দে, সম্পাদক পিন্টু ভৌমিক, কনভেনর বিষ্ণুপদ বিশ্বাস, সঞ্জয় বর্মন, ডঃ স্মিতা সরকার, তসমিনি সিংহ, কৌশিক দত্ত, শুভদীপ ঘোষ এবং কিংশুক দাস। তাদের এই কর্মসূচি আগামী দিনে আরো অনুষ্ঠিত হবে বলে পিন্টু ভৌমিক জানিয়েছেন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)