জলপাইগুড়িতে দুঃস্থ ছাত্রছাত্রীদের পড়ার সামগ্রী প্রদান

নিজস্ব প্রতিবেদন ঃ জলপাইগুড়ি লোকহিতৈষী বুক ব্যাংকের পক্ষ থেকে শুক্রবার একাদশ ও দ্বাদশ শ্রেণীর ৪৪ জন ছাত্র ছাত্রীকে পাঠ্যপুস্তক প্রদান করা হয়। এছাড়া পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের হাতে খাতা, পেন সহ অন্যান্য পঠন পাঠনের সামগ্রী তুলে দেওয়া হয়। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে এই আগস্ট মাসে ৭৫ জন ছাত্রছাত্রীকে বিভিন্নভাবে সাহায্য করার লক্ষ্যমাত্রা পূরণ হলো এদিনের অনুষ্ঠানের মাধ্যমে । একটি জাতির উন্নতিতে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই আদর্শকে সামনে রেখে ওই সংস্থা অর্থনৈতিকভাবে দুর্বল ছাত্র ছাত্রীদের সাহায্য করে।