নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি ঃ লকডাউনে মাছ ধরতে বসে পুলিশ দেখে ছিপ হাতে নিয়ে জলে ঝাপ দিলো দুই যুবক। জলপাইগুড়ি নেতাজীপাড়া করলা নদী পারের ঘটনা।
জলপাইগুড়ি কোতয়ালী থানার পুলিশ বৃহস্পতিবার লকডাউন পুরোপুরি কার্যকর করতে শহরে ব্যাপক ধরপাকড় শুরু করে। আইসি বিপুল সিনহার নেতৃত্বে শহর জুড়ে ধরপাকড়ে আটক হয় ১০ জন।করোনা ক্রমেই ভয়াবহ চেহারা নিচ্ছে শহরে। আর এদিন লকডাউনের মধ্যেই শহরের করলা নদীতে ছিপ নিয়ে মাছ ধরতে বসেছিল কিছু যুবক। পুলিশের গাড়ি দেখেই হাতে ছিপ নিয়ে সোজা নদীতে ঝাপ দেয় ওই দুই যুবক।সাতার কেটে নদীর অপর দিকে চলে যায় তারা । এছাড়াও এদিন কিছু যুবককে দেখা যায়, তাশের আসর বসিয়ে খোলা মাঠের মধ্যে তাশ খলতে। সেখানেও পুলিশকে দেখে পালাতে গেলে পুলিশ তিন জনকে আটক করেছে৷