নিজস্ব প্রতিবেদন ঃ লটারি টিকিটটার দাম ছিলো মাত্র ত্রিশ টাকা। আর সেই লটারি কেটেই কোটিপতি হলেন শিলিগুড়ি শহর লাগোয়া ফুলবাড়ী বাজারের এক মহিলা। মঙ্গলবার বিকেলে প্রতিদিনের মতো ফুলবাড়ী বাজারের এক দোকানে বসে দোকানদারি করছিলেন ওই মহিলা। তার নাম মিনু সাহা,সামান্য একটি দোকান তাঁর। তখন সবে সন্ধ্যে, সেই সময় জিয়ারুল হক নামে এক লটারি বিক্রেতা তার দোকানের সামনে এসে বলে, লাস্ট একটি টিকিট রয়েছে, মাত্র ৩০ টাকা। ভাগ্য পরীক্ষা করুন। টিকিটটা কিনে নেন মিনুদেবী। পরের দিন সেই সুসংবাদ। প্রথমে তিনি বিশ্বাস করেননি যে লটারিতে তিনি কোটিপতি হয়েছেন।তারপর তাঁর ছেলে এসে তাঁকে জানায় যে তিনি সত্যিকারের এক কোটি টাকার মালিক হয়েছেন।লটারিতে কোটিপতি হয়েছেন শুনে রাতের বেলা ঘুম হয়নি মিনুদেবীর।এখন তিনি আত্মহারা। তিনি বলেন, আমার নিজস্ব একটি দোকান রয়েছে ফুলবাড়ী বাজারে এবং আমি এখানে প্রতিদিন দোকান করি। তবে এর আগেও একবার টিকিট কেটে ৪৫ হাজার টাকা পেয়েছি।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —