উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে শ্রাবণী মেলা শুরু

  • নিজস্ব প্রতিবেদন ঃ শ্রাবন মাস পড়তেই উত্তরবঙ্গের ঐতিহ্যমন্ডিত ময়নাগুড়ির জল্পেশ মন্দিরে শুরু হয়েছে পুণার্থীদের ভিড়।জলপাইগুড়ির তিস্তা সেতুতে স্নান করার পর পায়ে হেঁটে পুন্যার্থীরা পূজো দিতে মন্দিরের পথে অগ্রসর হন।জলপাইগুড়ি জেলাশাসক মৌমিতা গোদরা জানিয়েছেন, গত দু’বছর করোনার জন্য জল্পেশ মন্দিরে মেলা বন্ধ ছিল।এবছর মেলা শুরু হতেই তাঁরা প্রচার করছেন , কেও যেন সিঙ্গেল ইউজ প্লাস্টিক মন্দির এবং মেলা চত্তরে ব্যবহার না করেন। নো প্লাসটিক জোন করা হয়েছে মেলা ও মন্দির চত্বরকে। নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার করা যাবে না। পূজো দিতে মন্দিরে ১০০ জনের বেশি কেও যাতে একসাথে না প্রবেশ না করে সেদিকেও নজর রাখা হচ্ছে।তবে এবছর রেকর্ড মেলা হবে বলে আশা করছেন মন্দির কমিটির সম্পাদক গিরীন্দ্রনাথ দেব। এই ঐতিহ্যবাহী মন্দিরে শিবের মাথায় জল ঢালতে পুণ্যার্থীরা জলপাইগুড়ি, ময়নাগুড়ি,শিলিগুড়ি,আলিপুরদুয়ার কোচবিহার, মাথাভাঙ্গা, আসাম, নেপাল ও ভুটান থেকে আসেন। ফলে মন্দির চত্বরে গজিয়ে ওঠা দোকানদারেরাও এইসময় অতিরিক্ত ব্যবসার আশা করেন। এলাকায় নিরাপত্তার দিকটি খতিয়ে দেখছে জলপাইগুড়ি ও ময়নাগুড়ি পুলিশ লপ্রশাসন। বহু পুলিশ মোতায়ন লকরা হয়েছে মন্দির ও মেলা প্রাঙ্গণে। মন্দির কমিটির তরফে প্রায় ৩২ টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। নিরাপত্তার জন্য একশোরও বেশি ভলেন্টিয়ার রয়েছে।