মাধ্যমিকে নজর কাড়া রেজাল্ট গ্যারেজ কর্মী প্রশান্তর

নিজস্ব প্রতিবেদন ঃ বাবা চা দোকান করেন।মা পরিচারিকা। আর অভাবের সংসারে হাল ধরতে লকডাউনের মধ্যে গ্যারেজে কাজ করতে হচ্ছে প্রশান্ত পালকে। অভাবী কিন্তু মেধাবী এই ছাত্র এবার মাধ্যমিকে ৬৩৪নম্বর পেয়ে অনেকের নজর কাড়ছে। মঙ্গলবারই মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়। শিলিগুড়ি হায়দরপাড়া বুদ্ধ ভারতি হাই স্কুল থেকে মাধ্যমিকে বসেছিল প্রশান্ত। ওর বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর এরকম—বাংলা ৯৩, ইংরেজি ৯৬, অঙ্ক ৮২, ভৌত বিজ্ঞান ৮৬, জীবন বিজ্ঞান ৯৩,ভুগোল৯০, ইতিহাস ৯৪। ভবিষ্যতে ইংরেজিতে অনার্স নিয়ে পড়তে চায় প্রশান্ত। তবে ওর বড় স্বপ্ন বড় হয়ে ক্রিকেটার হওয়ার।শিলিগুড়ি আশ্রম পাড়ার অগ্রগামী সংঘে ও নিয়মিত ক্রিকেট খেলা শেখে। তবে এখন করোনার জন্য বন্ধ রয়েছে খেলা শেখার কাজ।তবে একজন কোচ সপ্তাহে একদিন করে ওকে খেলা শেখায় বিনা পয়সায়। তবে আর্থিক সমস্যার সঙ্গে লড়াই করতে করতেই চিন্তা বাড়ছে প্রশান্তর।ওদের বাড়ি শিলিগুড়ি চয়নপাড়ার আমতলাতে। আর চায়ের দোকান হায়দরপাড়া হরিপাল মোড়ে। সবাই মিলে ওর পাশে দাঁড়ালে আগামী দিনে ভালো ভাবে হাসতে পারে এই মেধাবী ছাত্রটি।ওর সঙ্গে যোগাযোগের নম্বর ৮১০১৪০১৮৯৫। শিলিগুড়ির তৃনমুল নেতা তথা সমাজসেবী মদন ভট্টাচার্য মঙ্গলবার প্রশান্তকে শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে উচ্চ শিক্ষার জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন।