অনগ্রসর চা বাগান এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা

নিজস্ব প্রতিবেদন ঃ  তরাই ডুয়ার্সের চা বাগানে বহু দরিদ্র মানুষ বসবাস করেন যাঁরা অর্থ সঙ্কটের কারনে নিয়মিত ডাক্তার দেখাতে পারেন না।চা বাগান ছাড়াও অনেক অনগ্রসর বস্তি এলাকার গরিব মানুষ টাকার অভাবে ডাক্তারের কাছে যেতে পারেন না।ফলে শরীরে রোগব্যাধি তাঁরা পুষে রাখেন।এইসব মানুষের কথা চিন্তা করে অনগ্রসর এলাকায় প্রতি মাসে দুটি করে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করছে শিলিগুড়ি রাজবংশী রিপ মিনিস্ট্রি। নকশালবাড়ির হোলি প্যালেস ক্রিশ্চিয়ান হসপিটাল এই শিবির আয়োজনে সহযোগিতা করছে। শিলিগুড়ি রাজবংশী রিপ মিনিস্ট্রির সমাজসেবী কৌস্তভ দত্ত জানিয়েছেন, তাদের সেই প্রতি মাসে দুটি করে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজনের অঙ্গ হিসাবে শনিবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল লাগোয়া কাওয়াখালির নিমতলা স্যুইট হোমে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এটি ছিলো এমাসের দ্বিতীয় শিবির। এভাবে অনগ্রসর এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে তাঁরা ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাবেন বলে কৌস্তভবাবু জানিয়েছেন।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-