টিফিনের টাকা বাঁচিয়ে কচিকাঁচাদের সঙ্গে জন্মদিন

নিজস্ব প্রতিবেদন ঃ টিফিনের টাকা বাচিয়ে কচিকাচাদের সঙ্গে জন্মদিন পালন করলো ডনবস্কো স্কুলের ছাত্র।রবিবার ডনবস্কোর ছাত্র অরিত্র পালের জন্মদিন ছিলো । তার ইচ্ছে, ভবিষ্যতে মানুষের জন্য কিছু কাজ করা। আর তারই জন্য এভাবে পালন করল নিজের জন্মদিন। শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন টিমের তৈরি “বিদ্যাছায়ার” ছাত্রছাত্রীদের জন্য শিক্ষার সামগ্রী তুলে দিলো অরিত্র।নিজের জন্মদিনের জন্য কেক কেটে খুদেদের সাথে নিয়ে সাথে ফুচকা ও বিরিয়ানিও বিতরণ করে সে। শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন টিম থেকে শক্তি পাল আগামীদিনে অরিত্রর সাফল্য কামনা করেছেন