বধির যোগা দিবস জলপাইগুড়িতে

নিজস্ব প্রতিবেদন ঃ আগামী ২১ জুন বিশ্ব যোগা দিবস।এই বিশ্ব যোগা দিবসকে সামনে রেখে জলপাইগুড়ি জেলা বধির ক্রীড়া সংস্থার উদ্যোগে রাজবাড়ী দিঘি পার্কে এক শিবির অনুষ্ঠিত হয় বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে । বিভিন্ন শহর থেকে আসা ১৯ জন বধির সদস্য এই যোগা ইভেন্টে অংশ নেয়। উপস্থিত ছিলেন যোগা শিক্ষিকা ঐশিকা রায়, ইন্টারপ্রেটার অভিজিৎ মহাজন, কার্যকরী সভাপতি শ্বাশ্বতী গুহ রায় ও সম্পাদক অভিষেক বসু সহ অন্যরা।