নিজস্ব সংবাদদাতা ঃ স্যোয়াব টেস্ট রিপোর্ট কোভিড নেগেটিভ এলো শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য্যের ছায়াসঙ্গী তথা শিলিগুড়ি পুর সভার প্রশাসক বোর্ডের সদস্য শঙ্কর ঘোষের। বহুদিন ধরেই রাজনৈতিক বা প্রশাসনিক কর্মসূচীতে অশোক ভট্টাচার্য্যের ছায়া সঙ্গী হিসেবেই দেখা গিয়েছে শঙ্কর ঘোষকে। শিলিগুড়ি পুর সভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বে রয়েছেন তিনি। অশোক ভট্টাচার্য্যের শারীরিক অসুস্থতার সময়ও তাঁর সঙ্গেই অনেক সময়ই দেখা গিয়েছে শঙ্কর ঘোষকে।
অশোক ভট্টাচার্য্য-এর স্যোয়াব টেস্ট রিপোর্ট কোভিড পজিটিভ আসার পর নিজেকে হোম কোয়ারানটাইনে রেখেছেন শঙ্কর ঘোষ। গত ১৬ জুন রাত সাড়ে এগারোটা নাগাদ স্যোয়াব নেওয়া হয় শঙ্করবাবুর। তবে এখনই হোম কোয়ারানটাইন থেকে নিজেকে মুক্ত করছেন না শঙ্কর ঘোষ। স্বাস্থ্য দপ্তরের পরামর্শ অনুযায়ী তিনি আগামী দিনে কোয়ারানটাইন মুক্ত হবেন বলে জানিয়েছেন । যদি দ্বিতীয়বার স্যোয়াব টেস্ট করতে হয়, তবে সেই টেস্ট রিপোর্ট নেগেটিভ আসার পরই কোয়ারানটাইন থেকে মুক্ত হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
অন্যদিকে, শিলিগুড়ি পুর সভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য্যের শারীরিক অবস্থা আজও স্থিতিশীল রয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। আবার পুর সভার প্রশাসক বোর্ডের সদস্য মুকুল সেনগুপ্তের শারীরিক অবস্থাও ভালো রয়েছে বলে দলীয় সূত্রের খবর। জ্বরে আক্রান্ত হওয়ার পর শিলিগুড়ির প্রধান নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মুকুল সেনগুপ্ত। তাঁর স্যোয়াব সংগ্রহ করা হলেও, এখনও টেস্ট রিপোর্ট আসেনি বলে জানা গিয়েছে।