পুরনো সিটি অটো বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদন ঃ হাইকোর্টের নির্দেশ থাকা সত্বেও শিলিগুড়িতে অবাধে চলাচল করছে ১৫ বছরের পুরনো সিটি অটো। তাই শিলিগুড়িতে এই পুরোনো সিটি অটো বন্ধ করার দাবি তুলে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আঞ্চলিক অধিকর্তাকে স্মারকলিপি দিল হিমালয়ান নেচার এন্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন নামে পরিবেশপ্রেমী সংগঠন। বুধবার দুপুরে সংগঠনের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে ন্যাফের কো-অর্ডিনেটর অনিমেষ বসু বলেন, ১৫ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও শিলিগুড়িতে অবাধে চলাচল করছে ডিজেল চালিত সিটি অটো। অবিলম্বে এই সিটি অটো গুলিকে বন্ধ করতে হবে। অন্যদিকে এদিন সংবাদমাধ্যমে রাজ্য সবুজ মঞ্চের সম্পাদক নব দত্ত বলেন, পরিবেশ বাঁচাতে আগামী ৩ রা মে রাজ্যের তিনটি জায়গাতে ধর্ণা কর্মসূচি পালন করা হবে।