নিজস্ব প্রতিবেদন :সকলের ভোট দান করা এক গনতান্ত্রিক অধিকার। তাই সবাই নির্ভয়ে ভোট দিন।কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে গ্রামবাসীদের দুয়ারে উপস্থিত হলেন খোদ পুলিশ সুপার।
জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে রুট মার্চে অংশ নেন। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সোমবার বিকালে জলপাইগুড়ি সদর ব্লকের মন্ডলঘাট গ্রামপঞ্চায়েত এলাকায় উপস্থিত হন পুলিশ সুপার। রুট মার্চের সঙ্গে সঙ্গে গ্রামের মানুষকে তিনি নির্ভয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে অনুরোধ জানান। পুলিশ সুপারের সঙ্গে জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার শোভনিক মুখোপাধ্যায়ও উপস্থিত ছিলেন সেখানে । কোতোয়ালি থানার আই সি সঞ্জয় দত্ত সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরাও সেখানে উপস্থিত ছিলেন । একসঙ্গে এত পুলিশ ও আধাসামরিক বাহিনীকে নিরাপত্তার দায়িত্বে দেখে খুশি গ্রামবাসীরাও।নৃপেন সরকার নামে এক গ্রামবাসী বকেন, আমাদের অঞ্চল এমনিতেই শান্তিপূর্ন। এখানে বরাবর শান্তিতেই ভোট হয়। এবারে আগে থেকে অনেক কেন্দ্রীয় বাহিনী চলে আসায় ভালোই হয়েছে। পুলিশ সুপার নিজে সকলক অভয় দেন।পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে বলেন, আমি নিজেই রুট মার্চে অংশ নিয়েছি।গ্রামবাসীদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের নির্ভয়ে ভোট দেওয়ার আবেদন জানানো হয়েছে। কোনও সমস্যা হলে পুলিশের সঙ্গে যোগাযোগ করতেও বলা হয়েছে।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :