নিজস্ব প্রতিবেদন ঃ এইচ আই ভি এইডসের মতো ব্যাধি যাতে না ছড়িয়ে পড়ে সেই ভাবনা থেকে রবিবার শিলিগুড়ি এস এফ রোডের একটি হোটেলে প্রাইভেট হেল্থ কেয়ার প্র্যাকটিশনার্স প্রশিক্ষণ এবং আলোচনা শিবির অনুষ্ঠিত হয়। হাম সফর ট্রাস্ট মূলত এই অনুষ্ঠান আয়োজনে উদ্যোগ নেয়। স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েস্টবেঙ্গল ভলান্টারি হেলথ এসোসিয়েশন এরজন্য প্রয়োজনীয় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। বিভিন্ন পর্যায়ের যৌন কর্মীও সেই অনুষ্ঠানে অংশ নেয় যাতে সচেতনতার মাধ্যমে এইচআইভি এইডস ছড়িয়ে পড়তে না পারে। উদ্যোক্তাদের মধ্যে পিঙ্কি সিনহা, ভলান্টারি হেলথ এসোসিয়েশনের সমাজসেবক সুচন্দ্রা মাইতি ওই খবর জানিয়েছেন। সুচন্দ্রা মাইতি জানিয়েছেন, অনেকে আছে যারা সরকারি হাসপাতালে গিয়ে এইচ আই ভি টেস্ট করাতে উৎসাহ দেখায় না বা এইচ আই ভি আক্রান্ত হওয়ার পরও নিয়মিত এ আর টি গ্রহণ করে না তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রয়াস নেওয়া হচ্ছে অনুষ্ঠানের মাধ্যমে। তাছাড়া এরা যাতে প্রাইভেট প্র্যাকটিশনার্সদের কাছে গিয়ে প্রয়োজনীয় পরামর্শ বা চিকিৎসা গ্রহণ করতে পারে সেই বিষয়টিও সহজ করে তোলার প্রক্রিয়া নিয়ে ওই অনুষ্ঠানে কার্যকরী পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে।