বাংলা ভাষার চর্চা বৃদ্ধির দাবিতে ডাঃ মুকুন্দ মজুমদার

নিজস্ব প্রতিবেদন ঃ বাংলা ভাষাকে কেন ধ্রুপদী ভাষার সন্মান প্রদান করা হচ্ছে না, আবারও প্রশ্ন তুললেন বাংলা ও বাংলা ভাষা বাঁচাও কমিটির সভাপতি ডাঃ মুকুন্দ মজুমদার। রবিবার তিনি বলেন, সোমবার একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেই বিশেষ দিনের টানে অনুষ্ঠান আয়োজনর ভাবনা থেকে তিনি কলকাতা থেকে শিলিগুড়ি এসেছেন। সব ভাষারই গুরুত্ব রয়েছে। কিন্তু বাংলা ভাষা পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ ভাষা। তাই এই ভাষার চর্চা দিকে দিকে প্রসারিত করবার দাবি তুলেছেন মুকুন্দবাবু।