নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়িঃ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাকমুহুর্তে বাংলাদেশের রাজধানী ঢাকার শহীদ মিনারের সামনে খবরের ঘন্টার উদ্যোগে তৈরি হওয়া ২১ শে ফেব্রুয়ারির গান গাইলেন ওই পত্রিকার সহসম্পাদিকা শিল্পী পালিত। বুধবার দুপুরে ঢাকার শহীদ মিনারের সামনে গিয়ে শিল্পীদেবী সংগীত পরিবেশন করেন। তার সঙ্গে ছিলেন তার স্বামী কাঞ্চন পালিত। তার গান শোনার জন্য ঢাকার বহু মানুষ ভিড় করেন। তারা সকলেই খবরের ঘন্টার উদ্যোগে তৈরি হওয়া ২১শে ফেব্রুয়ারির গান শুনে খুশি হন। এই গানটি লিখেছেন পত্রিকার সম্পাদক। তবে একুশে ফেব্রুয়ারির প্রাকমুহুর্তে এভাবে শিলিগুড়ি থেকে ঢাকার রাজপথে গান গেয়ে নতুন ইতিহাস তৈরি করলেন শিল্পীদেবী। সেই সঙ্গে তিনি স্থানীয় বাসিন্দাদের মধ্যে খবর ঘন্টার দেশপ্রেম সংখ্যাও বিলি করেন।এখন নিচের লিঙ্কে ক্লিক করে শুনে তার সেই গান।