নিজস্ব প্রতিবেদন ঃ রক্তদান জীবন দান এই বার্তাকে সামনে রেখে শিলিগুড়ি সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে ২৪তম ভ্রাম্যমাণ স্বেচ্ছা রক্তদান শিবির উৎসবের আয়োজন করা হলো। রক্তের জন্য হাটুন এই আবেদন নিয়ে বৃহস্পতিবার এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এদিনের ওই বর্ণাঢ্য শোভাযাত্রাটি শিলিগুড়ির বাঘাযতীন ময়দানের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। শোভাযাত্রায় শিলিগুড়ি সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থার সদস্যদের পাশাপাশি শহরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও এনসিসি সদস্যরা অংশগ্রহণ করে। রক্তসংকট মেটাতে ও সাধারণ মানুষদের রক্তদানে এগিয়ে আসার জন্য উৎসাহ দিতে মিছিলে পা মেলান শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার ও মেয়র পরিষদ সদস্যরা। সংস্থার সাধারণ সম্পাদক আশীষ ব্রহ্ম জানান,তাঁরা বিগত ২৩বছর ধরে ভ্রাম্যমাণ স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে আসছেন। এবছর তা ২৪তম বর্ষে পদার্পণ করেছে। তাদের এই ভ্রাম্যমাণ স্বেচ্ছা রক্তদান শিবির উৎসব শুধু শিলিগুড়িতে নয় উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ২৬শে জানুয়ারি পর্যন্ত চলবে। সময়ের সাথে সাথে জনসংখ্যা বাড়ছে ও তার সঙ্গেই বাড়ছে রক্তের প্রয়োজনীয়তা। তাই তাদের রক্তদান নিয়ে এই কাজও লাগাতর চলতে থাকবে।