
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়িতে এই প্রথম এম্বুলেন্স চালাতে শুরু করলেন একজন মহিলা। সেই মহিলার নাম দুর্বা চট্টোপাধ্যায়। তিনি শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন টিমের সদস্যা।কারও এম্বুলেন্স এর প্রয়োজন হলে ফোন করতে পারেন। ইউনিক ফাউন্ডেশনের এই পরিষেবা প্রতিদিন চব্বিশ ঘন্টা।
যোগাযোগ 9064111943
