শিলিগুড়িতে করোনা সচেতনতার প্রচারে স্বেচ্ছাসেবীরা

নিজস্ব প্রতিবেদন ঃ করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে। আর করোনার এই দাপট ঠেকাতে মুখে মাস্ক ব্যবহার করার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞর।কিন্তু বহু মানুষ এখনো মাস্ক ব্যবহার করছেন না। কাওকে কুকুরের লেজ সোজা করার মতো কঠিন কাজ দিলে সে যেমন গলদঘর্ম হয়ে গেলেও কুকুরের লেজ সোজা করতে পারেন না, তেমনই সব মানুষকে মুখে মাস্ক বাঁধিয়ে রাস্তায় যাতায়াত করানো এক কঠিন কাজ হয়ে উঠেছে। এরমধ্যেই শিলিগুড়িতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা মানুষকে সচেতন করছেন করোনা সম্পর্কে। শিলিগুড়ি রাজবংশী রিপ মিনিস্ট্রির সমাজসেবী কৌস্তুভ দত্ত ছাড়াও ইউনিক ফাউন্ডেশন টিম, সূর্যনগর সমাজকল্যাণ সংস্থা, ওয়েস্টবেঙ্গল ভলান্টারি হেলথ এসোসিয়েশন, লিগ্যাল এইড ফোরাম, স্টুডেন্ট অফ শিলিগুড়ি সবাই মিলে জলপাইমোড় এবং তার আশপাশে করোনা সচেতনতার প্রচার চালায় বুধবার। শিলিগুড়ি রাজবংশী রিপ মিনিস্ট্রির সমাজসেবী কৌস্তুভ দত্ত জানিয়েছেন, তাদের করোনা সচেতনতার প্রচার ধারাবাহিকভাবে চলছে।