![IMG-20211219-WA0047](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2021/12/IMG-20211219-WA0047-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ পরিচালিত সুপার ডিভিশন ফুটবল লীগের চূড়ান্ত পর্বের খেলায় রবিবার পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে দেশবন্ধু স্পোর্টিং ইউনিয়ন এবং ইয়ং মেন্স এসোসিয়েশন। নির্ধারিত সময়ের খেলা দুই দুইয়ে শেষ হয়। শেষমেষ টাইব্রেকারের মাধ্যমে ওয়াই এম এ ক্লাব দেশবন্ধু স্পোর্টিং ইউনিয়নকে পরাজিত করে। সুপার ডিভিশন ফুটবল লীগের এই খেলা ঘিরে এদিন স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)