এবার ভাজা বাদাম নিয়ে গান জলপাইগুড়িতে

নিজস্ব প্রতিবেদন ঃ কাঁচা বাদামের পর এবার ক্রেতা টানতে ভাজা বাদাম নিয়ে গান জলপাইগুড়িতে।
বাদাম বিক্রি বাড়াতে ভুবন বাদ্যকরের আদলেই গান গেয়ে বাদাম বিক্রি, যা শুনেই বাদামের বিক্রি দশগুণ বেড়ে গেছে বলে দাবি এক বাদাম বিক্রেতার।বীরভূমের ভুবন বাদ‍্যকারের বাদাম বিক্রেতার জনপ্রিয়তার গানের পর জলপাইগুড়ি শহরেও বাড়ছে বাদাম বিক্রেতাদের কদর।অন্যান্য দিনের মত এদিন সকালেও জলপাইগুড়িতে দেখা গেল গান গেয়ে বাদাম বিক্রি করছেন এক বাদাম বিক্রেতা। ভুবন বাদ‍্যকারের কাচা বাদামের গান ভাইরাল হয়ে তার বাদাম শত গুণে বিক্রি হয়ে জনপ্রিয়তা লাভ করেছে।এবার সেই পথেই নামছেন জলপাইগুড়ির এক বাদাম বিক্রেতা। তবে কাচা বাদামের গান না গিয়ে তিনি ভাজা বাদামের গান শুরু করে বিক্রি করছেন বাদাম।ফলে তার দোকানেও বিক্রি অনেকটাই বেশি শুরু হয়েছে বলে তিনি জানিয়েছেন।সেই বাদাম বিক্রেতা হলেন গুরুপদ সরকার।বাড়ি ধাপগঞ্জে। তিনি বলেন অভিনবভাবে বাদাম বিক্রির নতুন কৌশলে বাদাম ভালোই বিক্রি শুরু হয়েছে। তবে আমি কাচা বাদামের গান না গেয়ে নিজের তৈরি পাকা বাদামের গান গাইছি।‌যদিও জলপাইগুড়ি শহরের অন্য সব বাদাম বিক্রেতারা কিন্তু অভিনব কিছু চিন্তা না করেই পুরনো রীতিতেই বিক্রি করছেন বাদাম।