নিজস্ব প্রতিবেদন ঃ এখন চলছে নবরাত্রি। সেই নবরাত্রিকে সামনে রেখে বুধবার ১৮ অক্টোবর শিলিগুড়ি চম্পাসারি মিলন মোড়ে অবস্থিত ত্রিবেণী সংঘ ক্লাবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করা হলো। স্বেচ্ছাসেবী সংস্থা গ্লোবাল হিউম্যান রাইটস পিস ফাউন্ডেশন এই উদ্যোগ নেয়। এদিন সকাল থেকে সেখানে দেবী দুর্গার একটি রূপের যেমন নিষ্ঠা সহকারে পুজো শুরু হয় অপরদিকে দুঃস্থ অসহায় মানুষদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়। তার পাশাপাশি বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসক ডাক্তার আর পি শর্মা। ডাঃ শর্মা সেখানে জানান, অনেক মানুষকে তারা লক্ষ্য করছেন যে ভিটামিনের অভাবে ভুগছেন। কারো হাই প্রেসার এর সমস্যা, কারো লো প্রেসার, কারো আবার সুগারের সমস্যা রয়েছে। সেখানে বিনামূল্যে সুগার ও প্রেসার মাপা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশ গুরুং, উত্তম গুরুং, জ্ঞানেন্দ্র দাহাল, উত্তম শ্রেষ্ঠা, পদম ছেত্রী, কৃষ্ণা লামা। ত্রিবেণী সংঘ ক্লাবের তরফে উপস্থিত ছিলেন সভাপতি জীবন ভুজেল, সম্পাদক তপন শর্মা। জি এইচ আর পিস ফাউন্ডেশনের তারফ উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় সভাপতি দীপিকা বন্দ্যে, রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক বিন্দু শর্মা, সহ সভাপতি পম্পা রায়, সক্রিয় সদস্যা গায়ত্রী শর্মা, সাগরিকা তেওয়ারি, গোপাল সাহা প্রমুখ। অনুষ্ঠানে বিএসসি নার্সিং প্রশংসা ভট্টরাই, ফ্রান্সিসকা এক্কা প্রমুখ উপস্থিত থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ২০০ জন মানুষের মধ্যে ওষুধ বিতরণ করা হয়। সঙ্গে বেশ কিছু মহিলার হাতে শাড়ি তুলে দেওয়া হয়। সংগঠনের সভাপতি দীপিকা বন্দ্যে এবং সম্পাদিকা বিন্দু শর্মা জানিয়েছেন, তারা মানুষের সেবাকে ঈশ্বর সেবা মনে করে এই কর্মসূচি নিয়েছেন। ধারাবাহিকভাবে তাদের এই মানবিক কর্মসূচি চলবে।এদিনের এই কর্মসূচিতে ত্রিবেণী সংঘের সহযোগিতায় বেশ খুশি জি এইচ আর পিস ফাউন্ডেশনের সদস্যরা। অপরদিকে জি এইচ আর পিস ফাউন্ডেশনের মানবিক কাজে বেশ খুশি ত্রিবেনী সংঘের সদস্যরা। স্থানীয় অনগ্রসর মানুষরাও পুজোর মুখে এদিনের অনুষ্ঠান থেকে উপকৃত হয়ে বেশ খুশি।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—