শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের উৎসব রাধা গোবিন্দের স্নান, নদীর জলে ভাসলো প্রদীপ

নিজস্ব প্রতিবেদন ঃকার্তিক মাসের তিথি মেনে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের উৎসব রাধা গোবিন্দের স্নান, আর সেই রীতি মেনে নদীর জলে ভাসলো প্রদীপ।
জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা মোড়ল পাড়া সহ বিভিন্ন গ্রামাঞ্চলে সোমবার রাতে দেখা যায় রাধা গোবিন্দের স্নান উপলক্ষে পূজা অর্চনা সহ সমবেত কীর্তন।সনাতন ধর্মের রীতিনীতির ধারাকে এগিয়ে নিয়ে যেতেই আজও উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় তিথি অনুযায়ী এই আয়োজন হয়ে থাকে।
এক পুণ্যার্থী শান্তি রায় জানান, প্রতি বছর এমন সময় তিথি মেনে এই রাধা গোবিন্দের স্নানের অনুষ্ঠান করা হয়, ভোরে নদীতে নেমে প্রদীপ ভাসিয়ে রাধা গোবিন্দকে স্নান করানো হয়, এর পর সারাদিন কীর্তন, পূজা এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ চলতে থাকে।