পুজোর আগেই অনগ্রসর মহিলাদের শাড়ি বিলি করছে লায়ন্স ক্লাব

নিজস্ব প্রতিবেদন ঃ পুজোর আগেই উত্তরবঙ্গ জুড়ে আর্থিকভাবে অনগ্রসর মহিলাদের মধ্যে সাড়ে চার হাজার শাড়ি বিলি করবে লায়ন্স ক্লাবের বিভিন্ন শাখা। শিলিগুড়িতে লায়ন্স ক্লাবের গ্লোবাল একশন টিমের সহ কো-অর্ডিনেটর লায়ন সুরেশ সিনহল এখবর জানিয়েছেন। তিনি সকলকে শারদ শুভেচ্ছা জানানোর পাশাপাশি বলেছেন, সারা বছর ধরেই উত্তর বঙ্গ জুড়ে লায়ন্স ক্লাবের ১৩০টিরও বেশি শাখা বিভিন্ন সেবামূলক কাজ করে।এখন চলছে বৃক্ষরোপনের কর্মসূচি। চল্লিশ হাজার গাছের চারা তাঁরা রোপন করছেন। এর পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিশনাল ডাস্টবিন তাঁরা বিলি করছেন। করোনার প্রতিষেধক টিকাকরনও পুরোদমে চলছে লায়ন্স ক্লাবের কয়েকটি শাখার উদ্যোগে। এরমধ্যে তরাই লায়ন্স ব্লাড ব্যাঙ্ক, লায়ন্স নেত্রালয় এবং শিলিগুড়ি গ্রেটারের নাম অবশ্যই উল্লেখ করতে হয়। অর্থের বিনিময়ে তাদের ওই টিকাকরন শুরু হলেও চরম সঙ্কটের সময় তাদের সেই টিকাকরন বিভিন্ন মহলে দাগ কাটে।এরমধ্যে আবার বিনা পয়সায় সাড়ে পাঁচশজনকে টিকা দেওয়া হয়। এভাবে সারা বছর ধরেই বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে লায়ন্স ক্লাবের বিভিন্ন শাখা। করোনার বাড়বাড়ন্তের সময় করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি খাবার পৌঁছনো, অক্সিজেন কনসেনট্রেটর বিলির মতো কাজও করেছে লায়ন্স ক্লাবের বিভিন্ন শাখা। সুরেশবাবু বলেন, এখন এই পুজোর সময় তাদের বার্তা, সুস্থ থাকুন, মস্ত থাকুন এবং ব্যস্ত থাকুন