স্কুলে অত্যাধুনিক টয়লেট ব্লকের ব্যবস্থা করলো রোটারি ক্লাব অফ শিলিগুড়ি গ্রীন

নিজস্ব প্রতিবেদন ঃ স্কুলের শৌচাগার যদি পরিস্কার পরিচ্ছন্ন থাকে তবে ছাত্রছাত্রীরা স্কুলে আসতে উৎসাহিত হয়।বিশেষ করে ছাত্রীরাতো সবসময় চায়,স্কুলের শৌচাগার সবসময় ঝকঝকে তকতকে থাকবে।আর শৌচাগার অপরিচ্ছন্ন থাকলে ছাত্রীরা স্কুলে আসতে অস্বস্তি বোধ করে। শিলিগুড়ি মহকুমার বিধান নগরে আদর্শ স্কুল হিসাবে চিহ্নিত মুরলীগঞ্জ হাইস্কুল কর্তৃপক্ষ এই বিষয়টি ভালো করে উপলব্ধি করেছে। আর স্কুলের সেই ভাবনার প্রতিফলন ঘটালো
রোটারি ক্লাব অফ শিলিগুড়ি গ্রীনের কাজে। মুরালিগঞ্জ হাইস্কুলে মেয়েদের জন টয়লেট ব্লকের উদ্বোধন করলো তারা।
দেড় লক্ষ টাকা খরচ করে মেয়েদের জন্য অত্যাধুনিক
টয়লেট ব্লকটি তৈরি হয়েছে। রোটারি ক্লাব অফ শিলিগুড়ি গ্রীনের এই উদ্যোগ বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে একটি বিরাট মাইল ফলক হিসাবে চিহ্নিত হয়ে থাকবে বলে মনে করেন মুরলীগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক সামসুল আলম। ১৫ই আগস্ট, স্বাধীনতা দিবসের দিন এই উদ্বোধন অনুষ্ঠানটি হয়।ওই অনুষ্ঠানে রোটারি ক্লাব অফ শিলিগুড়ি গ্রীনের বর্তমান সভাপতি অভিষেক গেজ সহ সংস্থার আরও দশজন সদস্য উপস্থিত ছিলেন।
মুরালিগঞ্জ হাই স্কুলের ন্যাশনাল ক্যাডেট কর্পস বা এনসিসি গ্রুপের সদস্য ছাত্ররা রোটারি ক্লাবের সদস্যদের প্রতি এরজন্য বিশেষ সন্মান গার্ড অফ অনার প্রদর্শন করে। স্কুলের পরিকাঠামো উন্নয়ন এবং স্বাস্থ্যবিধির সুবিধাগুলিকে আরও উন্নত করার ক্ষেত্রে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে রোটারি ক্লাব অফ শিলিগুড়ি গ্রীনের সদস্যরা জানিয়েছেন ৷ ওই স্কুলের পরিবেশ আরও সুন্দর করতে রোটারি সদস্যরা স্কুল চত্বরে গাছের চারা রোপণ করে।
ওই স্কুলের শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে রোটারি ক্লাব অফ শিলিগুড়ি গ্রীন যে ভূমিকা গ্রহণ করলো তারজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন
মুরলীগঞ্জ হাই হাইস্কুলের প্রধান শিক্ষক সামসুল আলম। স্কুলের বেঞ্চগুলি আরও ভালোভাবে সাজিয়ে তোলা এবং শিক্ষার্থীদের জন্য একটি লাইব্রেরি প্রতিষ্ঠায় সহায়তার জন্য প্রধান শিক্ষক অনুরোধ জানিয়েছেন রোটারি ক্লাব অফ শিলিগুড়ি গ্রীনের প্রতি । রোটারি ক্লাবের সদস্যরা স্কুলের উন্নয়নে তাদের অবদান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —