নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃবর্তমানে করোনার গ্রাসে গোটা দেশ।ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে গৃহীত হয়েছে একাধিক ব্যাবস্থা।এমত পরিস্থিতিতে নিজেদের কথা না ভেবে নিরলসভাবে কাজ করে চলেছেনআর চিকিৎসক সহ নার্সিং স্টাফরা।
চিকিৎসা করাতে গিয়ে তাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন।ফলে সারি হাসপাতালে ক্রমশই চিকিৎসকদের সংখ্যা হ্রাস পাচ্ছে।বুধবার ডিসান সারি হাসপাতালের ওএসডি গোপাল কৃষ্ণ ঢালি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ফলে চিকিৎসকের সংখ্যাও দ্রুত বাড়ানো প্রয়োজন বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি।উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ আরো কয়েকটি হাসপাতাল থেকে চিকিৎসক নিযুক্ত করা হবে সারি হাসপাতালগুলিতে।