নিজস্ব প্রতিবেদন ঃ অনেকে টোটো চালক বা অন্য গাড়ি চালকদের একটু ছোট নজরে দেখেন।এইসব ছোট নজরের মানুষেরা গাড়ি চালকদের দেখে ভাবেন,এরাতো গাড়ি চালায়,কি আর মানুষ এঁরা। কিন্তু বাস্তবিক বিষয়টি কিন্তু তা নয়। কোনো কাজই ছোট নয়।রুটি রুজির জন্য কেও গাড়ি বা টোটো চালাতে পারে বটে কিন্তু সেই সব চালকদের অনেকের মধ্যেই রয়েছে প্রতিভা। টোটো বা অন্য গাড়ি চালালেও তাদের মধ্যে রয়েছে সততা। যেমন আজ এক টোটো চালকের সততার খবর মেলে ধরা হচ্ছে। সমাজে যখন সততার অভাব দেখা দিচ্ছে, তখন সৎ কাজের মধ্যে দৃষ্টান্ত তৈরি করছেন অনেক টোটো চালক বা গাড়ি চালকে।করোনার সময় থেকে বা করোনার আগে থেকে আপনারা ব্যতিক্রমী টোটো চালক মুনমুন সরকারের নাম শুনে আসছেন। করোনা একপ্রকার বিদায় নিলেও মুনমুনদেবী কিন্তু তাঁর সামাজিক ও মানবিক কাজ এবং সততা থেকে সরে আসেননি।মঙ্গলবার এমন একটি ঘটনাই ঘটলো। শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার অন্তরা মন্ডল প্রতিদিন সকালে দেশবন্ধু পাড়া থেকে জলপাইমোড় লাগোয়া এলাকায় অবস্থিত প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে যান মেডিটেশন করতে। মুনমুনদেবীর টোটোতে তিনি নিত্যযাত্রী।মঙ্গলবারও তিনি সকাল নটা নাগাদ দেশবন্ধু পাড়া থেকে জলপাই মোড় হয়ে আবারও দেশবন্ধু পাড়াতেই বাড়ি ফিরে যান মুনমুনদেবীর টোটোতে।কিন্তু ভুলবশত অন্তরাদেবী তার হাতের মূল্যবান ব্যাগটি মুনমুনদেবীর টোটোতে ফেলে যান। মুনমুনদেবী যথারীতি তাঁর অন্য যাত্রী তুলতে ব্যস্ত হয়ে পড়েন।কিছু সময় পরে তিনি লক্ষ্য করেন তাঁর টোটোতে একটি ব্যাগ।ব্যাগ খুলতেই তিনি সেখানে দেখেন নগদ আট হাজার টাকা, এটিএম কার্ড সহ আরও মূল্যবান সব কাগজপত্র। সেসব খতিয়ে দেখে তিনি জানতে পারেন,ব্যাগের মালিক সেই অন্তরা মন্ডল। সঙ্গে সঙ্গে মুনমুনদেবী ব্যাগের সমস্ত জিনিস নিজের হেফাজতে রেখে ব্যাগের মালিককে খবর দেন।অন্তরাদেবীর স্বামী অমিত মন্ডল মুনমুনদেবীর কাছে উপস্থিত হয়ে সযত্নে রাখা ব্যাগটি নিয়ে যান।একজন টোটো চালক হলেও মুনমুনদেবীর এই সততার ভূয়সী প্রশংসা করেন অমিতবাবু।মুনমুনদেবী বলেন,ঈশ্বরকে ধন্যবাদ যে ওই সময়ের মধ্যে কোনো অসৎ বা দুষ্ট বুদ্ধির যাত্রী তাঁর টোটোতে চাপেনি বা তাঁর অজান্তেই দুষ্ট বুদ্ধির যাত্রী টোটোতে চাপলেও তাদের নজরে আসেনি ব্যাগটি।যদি দুষ্ট বুদ্ধির লোক ব্যাগটি গায়েব করে দিতো তবে শুধু নগদ আট হাজার টাকাই নয়,মূল্যবান এটিএম কার্ডটিও গায়েব করে দিতো।আর এটিএম কার্ড বাতিল না হলে দুষ্ট বুদ্ধির লোকেরা টাকা হাপিশ করে দেওয়ার মতো আরও অনেক ক্ষতি করতে পারতো।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —