নিজস্ব প্রতিবেদন ঃ প্রতি বছরের মতো এবারও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে বৃক্ষরোপন করলেন আমরা বেকার সংগঠনের সদস্যরা।এই স্বেচ্ছাসেবীরা শুধু বৃক্ষরোপন করেই থেমে থাকে না, বৃক্ষরোপনের পর গাছগুলো বেঁচে কিনা সেজন্য সারা বছর ধরেই পরিচর্যা করে। মঙ্গলবার সংগঠনের স্বেচ্ছাসেবীরা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে মোট ২২টি গাছ রোপন করেন।গাছগুলোর মধ্যে রয়েছে
মেহুগিনি, চিক্রাসি,গামারি,
সেগুন, কৃষ্ণচূড়া,রাধাচূড়া,
জারুল, বকুল – , হরতকি। সেই অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন বিবর্তন সাহা রায়,সজল দত্ত, স্বপন দাস, সঞ্জীব পাল,গৌতম গুপ্তা,পিংকি সিংহ, অপর্ণা জানা। প্রসঙ্গত আমরা বেকার শুধু বৃক্ষরোপনের মাধ্যমে পরিবেশ বাঁচানোর কাজই করে না, রাস্তায় পড়ে থাকা অসহায় অভুক্ত মানুষদের মধ্যে খাদ্য বিতরণ করে।তাছাড়া বিভিন্ন অনগ্রসর চা বাগান এলাকায় গিয়ে প্রায়ই তাঁরা খাদ্য সামগ্রী বিতরণ করেন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-